এ বছর একুশে পদক পাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিত্বরা, এর মধ্যে প্রয়াত কবি হেলাল হাফিজ, প্রয়াত কথাসাহিত্যিক শহীদুল জহির, এবং বাংলাদেশ নারী ফুটবল দল অন্তর্ভুক্ত রয়েছেন।
https://www.profitablecpmrate.com/cdkbe563?key=3d97ee7ed29f0a3648fdb9fbf4b51db4
এছাড়া পদক পাচ্ছেন সংগীতশিল্পী ফেরদৌস আরা, লেখক মঈদুল হাসান, চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, সংগীত শিক্ষক ও শিল্পী ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া, চিত্রশিল্পী রোকেয়া সুলতানা, অনুবাদক ও গবেষক নিয়াজ জামান, অভ্র ফন্টের স্রষ্টা মেহেদী হাসান খান, আলোকচিত্রী নাসির আলী মামুন ও শহীদুল আলম, সাংবাদিক মাহফুজ উল্লা ও মাহমুদুর রহমান, এবং চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী।
এদের মধ্যে ছয়জন মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকের তালিকা ঘোষণা করেন।
পরে ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, "আমরা অত্যন্ত আনন্দিত যে এই বছর ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল’কে একুশে পদকের জন্য বিবেচনা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "এগুলো এমন গুণী মানুষেরা, যারা পদক পাওয়ার জন্য কাজ করেন না। রাষ্ট্র তাদের অবদানকে সম্মান জানায়, এবং ‘আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ’—এটি জানানোর জন্য এই পদক।"
https://www.profitablecpmrate.com/cmmjag5utz?key=95f1d0aa54eac867444373623b47afab
এবার ভাষা ও সাহিত্যে একুশে পদকের জন্য দুইজন মনোনীত হয়েছেন—প্রয়াত কবি হেলাল হাফিজ (মরণোত্তর) এবং কথাসাহিত্যিক শহীদুল জহির (মো. শহীদুল হক, মরণোত্তর)।
শিল্পকলায়, চলচ্চিত্র ক্যাটাগরিতে প্রয়াত পরিচালক আজিজুর রহমান (মরণোত্তর) মনোনীত হয়েছেন।
সংগীতে পদক পাচ্ছেন দুইজন—শিল্পী, সংগীত শিক্ষক ও সুরকার ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) এবং শিল্পী ফেরদৌস আরা।
চিত্রশিল্পে রোকেয়া সুলতানা এবং আলোকচিত্রে নাসির আলী মামুন মনোনীত হয়েছেন।
গবেষণায় একুশে পদক পাচ্ছেন লেখক এবং মুক্তিযুদ্ধের সংগঠক মঈদুল হাসান।
সাংবাদিকতায় পদক পাচ্ছেন মাহফুজ উল্লা (মরণোত্তর) এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিক মাহমুদুর রহমান।
শিক্ষায় পদক পাচ্ছেন লেখক ও অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক নিয়াজ জামান, সংস্কৃতি ও শিক্ষায় আলোকচিত্রী এবং দৃকের প্রতিষ্ঠাতা শহীদুল আলম, এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে কম্পিউটারের অভ্র ফন্টের নির্মাতা মেহেদী হাসান খান।
সমাজসেবায় পুরস্কৃত হচ্ছেন চট্টগ্রামের সংবাদপত্র দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।
এছাড়া, ক্রীড়ায় এবারের পুরস্কার পাচ্ছে সাফ জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
স্বাধীনতা পুরস্কারের পর রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে একুশে পদক প্রতিবছর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে দেওয়া হয়, এবং এটি ১৯৭৬ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হচ্ছে।
এ বছর কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহসহ মোট ২১ জন ব্যক্তি একুশে পদক পাচ্ছেন।
Post a Comment